নিউজ ডেক্স: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর আবাসিক এলাকা, মার্কেট এবং শপিংমলগুলোতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ হিসেবে কাজ করবেন এবং তারা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন।
শনিবার (০৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি আরও জানান, রমজান মাসে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো খোলা থাকে, কিন্তু পুলিশের সংখ্যা সীমিত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া, ডিএমপি কমিশনার উল্লেখ করেন, নিরাপত্তা কর্মীদের নিয়োগ আইনগতভাবে সম্পূর্ণভাবে বৈধ। তারা পুলিশের মতোই দায়িত্ব পালন করবেন এবং সহায়ক পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করবেন।
শেখ মো. সাজ্জাত আলী বলেন, রমজান মাসে সন্ধ্যার পর মুসল্লিরা মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়েন, যার ফলে নগরী বেশ কিছু সময় শূন্য হয়ে যায়। এ সময় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা বিশেষ করে পুরুষরা নামাজে থাকেন, তাই তিনি বাসা বা দোকানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এক সপ্তাহের মধ্যে ঢাকা থেকে অনেকেই নিজেদের বাড়ি যাবে। এসময় তাদের বাড়ি, ফ্ল্যাট বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিজেদের দায়িত্বে নিতে হবে। তিনি জানিয়েছেন, ডিএমপি পুলিশ সদস্যদের ছুটিতে যাওয়ার কারণে পুলিশের সংখ্যা সীমিত থাকবে, তবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সকলের পাশে আছেন।
Leave a Reply