ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল এলাকায় ভয়াবহ এক অপরাধের ঘটনা ঘটেছে। ইসরায়েলি ও আমেরিকান দুই নারী পর্যটকের ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। দুই নারী ও তিন পুরুষ পর্যটক সানাপুরের কাছে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই অপরাধীরা তাদের আক্রমণ করে। দুই নারীকে ধর্ষণ করা হয়, এবং তিনজন পুরুষকে একটি খালের মধ্যে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে পুলিশের উদ্ধার করা মরদেহটি তিনজন পুরুষের মধ্যে একজনের বলে ধারণা করা হচ্ছে। দুই নারী বর্তমানে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
কোপ্পালের পুলিশ সুপারিনটেনডেন্ট রাম এল আরাসিদ্দি জানিয়েছেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগীদের একজন অভিযোগে উল্লেখ করেছেন, শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদের যৌন হয়রানির শিকার হতে হয়েছে।
ভারতীয় পুলিশ এই ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং অভিযুক্তদের শিগগিরই গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। আন্তর্জাতিক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। এই নৃশংস অপরাধ ভারতে নারী পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
Leave a Reply