নিজস্ব প্রতিবেদক: সময়মতো বকেয়া বেতন পরিশোধ না করায় পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়েছেন তেজগাঁও কলেজ প্রিন্সিপাল। শিক্ষাবিরোধী এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার (৪ মার্চ) এক লিখিত বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের বকেয়া বেতনের কারণে পরীক্ষা হল থেকে বের করে দেওয়ার মতো দুঃসাহস একজন প্রিন্সিপাল কীভাবে দেখালেন- এটি গভীর উদ্বেগের বিষয়। শিক্ষা হলো মৌলিক অধিকার, এবং একজন শিক্ষকের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করা। অথচ, শুধুমাত্র আর্থিক কারণ দেখিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না দেওয়া চরম অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি পেলেন কীভাবে? এটি কি প্রতিষ্ঠানের কঠোর নীতির ফল, না কি শিক্ষাকে বাণিজ্যিক পণ্য হিসেবে দেখার প্রতিফলন? একজন শিক্ষকের উচিত মানবিকতা ও ন্যায়বোধ বজায় রাখা, কিন্তু যদি তিনি নিজেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দেন, তাহলে তার পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন ওঠে।
বিবৃতিতে আরও বলা হয়, বেতন সংক্রান্ত বিষয় প্রতিষ্ঠানের প্রশাসনিক স্তরে সমাধান করা উচিত, যা কোনোভাবেই শিক্ষার্থীদের পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত করার কারণ হতে পারে না। এমন অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সোচ্চার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ক্ষমতার অপব্যবহার করতে না পারে।
তেজগাঁও কলেজের সব শিক্ষার্থী এই প্রিন্সিপাল কে চায় না।সব বলতে সব শিক্ষার্থী। এমন কি ছাত্রদল বা শিবির সহ সাধারণ যারা আছে তারাও।কিন্তু কেউ কোনো স্টেপ নিতে পারছে না।আমরা এই প্রিন্সিপালের পদত্যাগ চাই
খুব অসুবিধা ও বদ চাপের মধ্যে রাখা হচ্ছে আমাদের। টাকার প্রেশারে একজন সুইসাইডও করছে এই কলেজে ২৭/৩/২৫ শে এগুলো কেউ দেখবে না।জানবে না।শুধু ক্যামেরায় ভাইরাল পারসন গুলা হাইলাইট হবে।
খোঁজ নিয়ে দেইখেন।