কুসংস্কারের ভেড়াঝালে
পরে আছি আটকা ,
মিথ্যাটারে সত্য বানিয়ে
খবর ছড়ায় টাটকা ।
ময়না বিবির গর্ভে হল
কাল বিড়াল ছানা ,
ছড়িয়ে দিল সারা গাঁয়ে
মিথ্যা খবরখানা ।
কাক ডাকলে দুপুর বেলা
বিপদ হয় তবে ,
হুতোম পেঁচা ডাকলে রাতে
ভয় পায় সবে ।
ঘরের দরজায় ঝাড়ু থাকলে
কুলক্ষণ নাকি হয় ,
যাবার সময় খালি কলসি
দেখলে বিপদ রয় ।
পরিক্ষার সময় ডিম খেলে
শুণ্য নাকি পায় ,
কলা খেয়ে বাহির হলে
রাগ করে মা’য় ।
জুতো সেন্ডেল উল্টে রাখলে
অলক্ষী আসে ঘরে ,
সংসারেতে থাকে অভাব
কস্ট হয় পরে ।
ডানের শিয়াল বামে গেলে
বিপদ নাকি আসে ,
বামের শিয়াল ডানে গেলে
সবাই তবে হাসে ।
রাতের বেলা ডাকলে শিয়াল
শুভ লক্ষণ তবে ,
সুখের বন্যায় হাসবে সবাই
শান্তিতে তাই রবে ।
কোলা ব্যাঙ ডাকলে ডোবায়
শীগ্র বৃষ্টি হবে ,
এমন সব কথা গুলো
বিশ্বাস করে সবে ।
ডান হাতের তালু চুলকালে
টাকায় পকেট ভরে ,
সত্যি কথার স্বাক্ষী হয়
টিকটিকি ডাকলে ঘরে ।
এমন সব আযব কথায়
বিশ্বাস করে মানুষ ,
আধুনিক যুগে এসেও এখন
হয়না কারো হুঁশ ।
১২ মে ২০২৩ খৃষ্টাব্দ
Leave a Reply