সেকান্দর আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় দুই মাসব্যাপী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে মার্চ ২০২৫-এপ্রিল ২০২৫ দুইমাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের গতকাল তারাকান্দা উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
উপজেলা নির্বাহী অফিস্যার (ইউএনও) নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভা
উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহের উপপরিচালক মোঃ হারুন-অর-রশিদ। তারাকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত ও অন্যান্য অতিথিবৃন্দ।
Leave a Reply