প্রিয় মোর জন্মভূমি
আমি আর তুমি,
দুজন দুজনায় থাকবো মোরা
খুব কাছাকাছি।
তোমার রূপে পাগল পারা
পাখিরা আসে দলে দলে,
তোমার রূপে ভ্রমর এসে
ফুলের সাথে ভাব করে।
আঁকাবাঁকা নদী নালা
ঢেউ খেলে যায় কত,
ভাটিয়ালি সুরে গান গেয়ে যায়
মাঝি মাল্লা শতশত।
সবুজ ঘাসে খেলার ছলে
ঘাসফড়িং এর খেলা,
পাকা ধানের রূপে যেন
পল্লী মায়ের বরিশাল জেলা।
ফুলে ফলে সাজানো বাগান
রূপের নেইকো শেষ,
উদয় অস্ত দেখতে যেন
কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ।
কামার কুমার জেলে তাঁতি
নেইকো ভেদাভেদ,
ধর্ম বর্ণ সবাই মিলে
মোদের সোনার বাংলাদেশ।
Leave a Reply