মসজিদের ভিতর করে ধর্ষণ
ইমাম সাহেব নিজে ,
পুলিশ আবার করে ধর্ষণ
থানার ভিতর কিযে ?
দাদা নিজে করে ধর্ষণ
নিজ নাতনী বলে ,
চাচা আবার করে ধর্ষণ
সুযোগ মত পেলে ।
গনধর্ষণ করে আবার
খবরেতে পাই ,
কত নারীর জীবন গেল
কোথায় বল যাই ।
নিজ মেয়ে ধর্ষিত হয়
লম্পট পিতার ধারা ,
শিশু ধর্ষণ করে দেখ
এমন শয়তান কারা ?
ডি সি সাহেব করেন ফুর্তি
অফিস রুমে বসে ,
সেই খবর দেখতে পাই
ভিডিও র রসে ।
ছাত্র লীগ নাম দিয়ে
এখন করে ধর্ষণ ,
এ কিসের আলামত
যাবে কোথা জনগন ।
যথায় তথায় হচ্ছে এখন
নারী শিশু ধর্ষণ ,
অচিরেই সবার মাঝে
গজব হবে বর্ষণ ।
আল্লাহ ছাড়া নাই উপায়
এ গজব থেকে ,
মানুষ নামের শয়তান থেকে
রক্ষা করবে কে ?
০৭ – ১০- ২০২০ খৃষ্টাব্দ
Leave a Reply