মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর: শেরপুর জেলার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর বাজারে ১ মার্চ শনিবার রাত ১১টার দিকে মশলা তৈরির মেশিনে হলুদের গুড়া তৈরি করে তাতে ধানের কুড়া মিশিয়ে ভেজাল হলুদের গুড়া তৈরি করার সময় দুই ভেজাল মশলা কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত কারবারিদ্বয় হলেন- শেরপুর জেলার সদর উপজেলার ডুবারচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ বাছেদ (৩৬) ও সন্যাসীরচর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ কাজল মিয়া (১৬)। এছাড়াও ঘটনার সাথে জড়িত পলাতক রয়েছেন ডুবারচর গ্রামের নবা আলীর ছেলে কাশেম (৪৫) ও সন্যাসীরচর গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে রতন (৩১)।
এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সামছুল আলম, এএসআই শাহজাহান কবির, এএসআই সোহরাব সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে সদর উপজেলার ডুবারচর বাজারে জনৈক গিয়াস উদ্দিনের ভাড়া দেয়া ঘরে ভেজাল মশলা কারবারিরা মশলা ভাঙ্গানো মেশিন দিয়ে হলুদ গুড়া তৈরি করে সেখানে ধানের কুড়া মিশ্রিত করার সময় ৪০ কেজি ভেজাল হলুদ গুড়াসহ মোঃ বাছেদ ও কাজল মিয়াকে হাতেনাতে আটক করা হয়। এদিকে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ভেজাল কারবারি কাশেম ও রতন পালিয়ে যায়। এঘটনায় শেরপুর সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ গ এর (ক) (খ)/২৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) সালেমুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই ভেজাল কারবারিকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। অপরদিকে পলাতক কাশেম ও রতনকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি এমনটাই জানান।
Leave a Reply