মোঃ আতিকুর রহমান মিরন: মুলাদী উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা ১ মার্চ মুলাদী সরকারি কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১২টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় মুলাদী বাজার ক্লাব বনাম এইচ এস সি ব্যাচ ২৩ হিজলা দল অংশগ্রহণ করেন। ১-০ গোলে মুলাদী বাজার ক্লাব চ্যাম্পিয়ন ও এইচ এস সি ব্যাচ ২৩ হিজলা রানারআপ হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহাকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল তারেক আমান বান্না। বিশেষ অতিথি মুলাদী থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম ও মুলাদী সরকারি কলেজ অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন। অতিথি হিসেবে ছিলেন মুলাদী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আব্দুল সালাম হাওলাদার। উক্ত খেলা মুলাদী উপজেলা ক্রীড়া একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান খান পৃষ্ঠপোষকতায় আমেরিকা প্রবাসী মোঃ সাইদুর রহমান বাবু সৌজন্যে মুলাদী ফুটবল ক্লাব একাডেমির আয়োজনে এ খেলার আয়োজন করা হয়। খেলার পরিচালনায় দায়িত্ব হিসেবে পালন করেন মুলাদী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাতীয় পর্যায়ে রেফারি মোঃ ইকবাল হোসেন তার সহকারী হিসেবে পরিচালনায় ছিলেন মোঃ দিদারুল হাসান খান ও মোঃ ইবনুল হাসান খান। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জনি খান । খেলার শেষ মুহূর্তে একটি গোলের মধ্য দিয়ে মুলাদী বাজার ক্লাব ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। মুলাদী ক্লাবের ১০ নং খেলোয়ার শান্ত একটি নিদর্শন গোলের মধ্য দিয়ে মুলাদী বাজার ক্লাব জয় ধরে রাখে,খেলার শেষ সময় পর্যন্ত কারো কোন গোল না হওয়ায় মুলাদী বাজার ক্লাব চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। চ্যাম্পিয়ন দল একটি ফ্রিজ ও রানার আপ দল একটি এলইডি টিভি তুলে দেন। প্রধান অতিথি জনাব মোঃ নিজাম উদ্দিন শুভেচ্ছা বক্তব্যে বলেন আমাদের যুব সমাজকে খেলাধুলার মধ্যে সর্বময় মনোযোগী করাতে হবে। বর্তমান যুবসমাজ বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েছে। তাদেরকে অপরাধ কার্যকলাপ থেকে ফিরিয়ে রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মধ্যে শারীরিক ও মানসিক বিকশিত হয়।
Leave a Reply