মোঃ আল মামুন,মঠবাড়িয়া, পিরোজপুরপ্রতিনিধি: পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে সভাপতি হিসাবে মোঃ রিফাত হোসেন, সাধারণ সম্পাদক হিসাবে মোঃ মাসুম বিল্লাহ্ ও সাংগঠনিক সম্পাদক হিসাবে সোয়েব মাহমুদ মনোনীত হয়েছেন।
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী) রাতে ধানমন্ডি ঝিগাতলা ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ রুবেল এবং নির্বাচন কমিশনার মোঃ মিজান খলিফা, এইচ এম রিয়াজ,ওবায়দুল হক মিলন,ইয়াসির আরাফাত সারজু ও তরিকুল ইসলাম তারেক এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞাপ্তিতে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি হিসাবে মনোনীত মোঃ রিফাত হোসেন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী, সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত মোঃ মাসুম বিল্লাহ্ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত সোয়েব মাহমুদ তেজগাঁও কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
৭সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসাবে মোঃ নাইম হোসেন, সহ-সভাপতি হিসাবে জাহিদুল ইসলাম (রাজ), সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ এছাড়া ) সহ-সভাপতি ও প্রচার সম্পাদক হিসাবে জোবায়ের আল ফাহিম মনোনীত হয়েছেন।
এসময়ে বিশেষ বিবেচনায়, ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতিতে তাদের কার্যক্রম ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোঃ আসাদুল্লাহ, মোঃ ইলিয়াস খান শুভ, মোঃ নাইম উদ্দিন, মোঃ নাইম ইসলাম সোহাগ, মোঃ জসিম উদ্দিন ওমি,মোঃ আলিম তালুকদার এবং মহিউদ্দিনকে “ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতি’র” উপদেষ্টা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
কমিটি গঠন কালে একটা সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ- সভাপতি জনাব মামুন বিল্লাহ এবং অতিথি হিসাবে উপস্থিত হিসাবে বক্তব্য রাখেন মানিক মিয়া,হাফিজুর রহমান রিয়াজ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি জনাব মামুন বিল্লাহ “ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্রকল্যাণ সমিতি’র” সকল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। আলোচনা শেষে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।
Leave a Reply