মোঃ আল আমিন হোসেন, বামনা, বরগুনা প্রতিনিধি: উপকূলীয় জেলা বরগুনার বামনা উপজেলার স্বনামধন্য সাংবাদিক দৈনিক খোলাকাগজ ও দৈনিক আমার সময় এর বামনা প্রতিনিধি প্রয়াত নির্ঝর কান্তি বিশ্বাস ননী’র স্মৃতি রোমন্থন করে তার স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বামনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
বামনা প্রেসক্লাব সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, রবগুনা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু নাসের সিদ্দিক কিবরিয়া এর সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহাসিন সহ সাংবাদিকবৃন্দ, বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক রায়হান নাজির ধলু, ব্যবসায়ীবৃন্দ ও প্রয়াত ননী বিশ্বাস এর ছোটভাই পিযুষ কান্ত বিশ্বাস। গত ১৯ ফেব্রুয়ারী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। তিনি বামনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের নির্ঝর কান্তি বিশ্বাস ননী’র জীবদ্দশার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। এই উপজেলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে সাংবাদিকদের একত্রিত করে কাজ করার বিষয়গুলো তুলে ধরেন।
পাশাপাশি তার আত্মার শান্তি কমনা করে পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
Leave a Reply