মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদক: বরগুনার বামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বামনা প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার বিশেষ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে এলাকার শিশুসহ বিভিন্ন বয়সের মানুষকে বিনামূল্যে কুরআন শিক্ষা দেওয়া হবে।
ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে থাকা মোঃ আবুল বাসার জানান, বামনা উপজেলার চারটি ইউনিয়নে মোট পাঁচ টি ফ্রি কুরআন শিক্ষার কোর্স চালুর সিদ্ধান্ত হয়েছে। শিক্ষকদের নিয়োগ ও নির্দিষ্ট স্থানে কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রমজানের প্রথম দিন থেকেই এই কোর্সের কার্যক্রম শুরু হবে।
প্রবাসী বেশকিছু উদ্যোমী তরুণের প্রচেষ্টায় বামনা উপজেলার আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “বামনা প্রবাসী ফাউন্ডেশন”। তারই ধারাবাহিকতায় তাদের এই কুরআন শিক্ষার কার্যক্রমের আয়োজন। তাদের কুরআন শিক্ষার এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে শিশু-কিশোর ও সাধারণ মুসল্লিদের জন্য কুরআন শিক্ষার সুযোগ করে দেওয়া। বিশেষ করে, যারা কুরআন পড়তে পারেন না বা শুদ্ধভাবে পড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।
এ বিষয়ে ফাউন্ডেশনের সদস্যরা জানান, আমাদের লক্ষ্য শুধু কুরআন শিক্ষা নয়, বরং সমাজে ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠা করা। কুরআন শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।
বামনা উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এলাকার এক বাসিন্দারা বলেন, বিনামূল্যে কুরআন শিক্ষার এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। রমজান মাসের বরকতকে কাজে লাগিয়ে আমরা এবং আমাদের সন্তানরা কুরআন শিক্ষার সুযোগ পাবো, যা আমাদের জন্য অনেক উপকারী হবে।”
বামনা প্রবাসী ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ কুরআন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে, যাতে এলাকার মানুষ উপকৃত হতে পারেন।
Leave a Reply