একটা নদীকে ভালবেসেছিলাম
তাঁকে আমি প্রান দিয়ে ভালবাসতাম
নদীর স্বচ্ছ জল
পান করতে খুব ভাল লাগতো তখন
নদীতে যখন জোয়াড় আসত
সাথীদের নিয়ে গোসল করতাম
সাতার কাটতাম সবাই মিলে
নদী কোন দিন বিরক্ত হয়নি
আমাদের ব্যবহারে ,
স্বচ্ছ নদীর জলে কত রকমের মাছ
তা বলে শেষ করা যাবেনা
মাছ তার নিজের ইচ্ছে মত
বিচরণ করতো সব সময় ,
আমরা নদীর তীরের মানুষ
যখন খুশি নদীতে মাছ ধরতাম
তাতেও নদী কোন দিন
বিরক্ত হয়নি কিছু বলেওনি
নদীটি আমার ,
জোয়ারভাঁটা থাকতো নদীতে
শান্ত শীতল নদীর পরিবেশ
নদীর তীরের মানুষ গুলো
শান্তি আর সুখে
নদীকে আমরা ব্যবহার করতাম
যার যেমন ইচ্ছে তেমন করে
তাতেও নদী কোন দিন
বিরক্ত বোধ করেনি ,
বর্ষা মৌসুমে নদী
জলে ভরপুর থাকতো
ভরা নদী দিয়ে ছোট বড়
নৌকা চলতো তার খেয়াল খুশি মত
মাঝি মাল্লারা নৌকায় করে
দূরদূরান্তে যেত বিভিন্ন পন্য নিয়ে
তাতেও নদী কোন রকম
বিরক্তি বোধ করেনি ,
নদীর তীরের মানুষ যারা
নদীতে নেমে মাছ ধরতো
বিভিন্ন কৌশলে
কেউ ঝাল ফেলে কেউ বড়শী দিয়ে
কেউবা আবার হাতে
স্বচ্ছ জলের মাছ
দেখতে লাগতো কত সুন্দর
তাই সবাই মিলে মিশে
পলো দিয়ে দল বেঁধে মাছ ধরতো
তাতেও নদী কোন রকম
বিরক্তি বোধ করেনি ,
নদীর তীরে গাছের ছায়ায়
বসে মানুষ আরাম করতো
গল্প গুজব করে সময় কাটাতো
গাছের ডালে বসা পাখপাখালির
কলরব শুনতে কতইনা মধুর লাগতো
আজ আর সেই রকম কোন
পরিবেশ নাই
নদীটি আমার হারিয়ে ফেলেছি ,
নদীটিকে খুঁজি অনেক দিন যাবৎ
খুঁজতে খুঁজতে পেলাম তারে
সোনারগাঁওয়ের নোয়াগাঁও আর
জামপুরের মাঝে
কিন্তু ; হায় নদীর একি দশা
মৃত প্রায় নদী আমার
গায়ে দূর্গন্ধ পঁচন ধরে গেছে
তাই কেউ আমার সেই
সুন্দর নদীটির কাছে আসতে চায়না ,
যে নদীকে এতো ভালবাসতাম
আজ সেই নদী মৃত লাশ হয়ে
পরে আছে অনাদরে
কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না
তার বেঁচে থাকার চেস্টা কেউ করছে না
অনাদরে পরে থাকা নদীটির উপর
চলছে মানষিক নির্যাতন
তাকে খেয়ে ফেলতে চাচ্ছে অনেকেই ,
আমি ফিরে পেতে চাই
আমার প্রিয় সেই নদীটাকে
সেই আগের মত করে
আবার নদীর জল পান করবো
তৃপ্তি সহকারে
গোসল করবো মন ভরে
নৌকা চলবে তার আপন করে
মাছ বিচরন করবে স্বচ্ছ জলে
নদী বহমান থাকবে সর্বদা
জোয়ার ভাটা থাকবে সব সময় ,
কেউ আমার নদীটাকে
দূষণ করতে পারবেনা
কেউ কখনো
আমার নদীটাকে
দখল করতে পারবেনা ,
মৃত প্রায় নদীটা আমার
বাঁচাতে সবাই এগিয়ে আসুন
যারা নদী ধ্বংস করে
আমার দেশ ও দেশের মানুষের
করছে ক্ষতি
তাদের বিচারের আওতায় এনে
কঠিন শাস্তির ব্যবস্থা করুন দয়া করে !
৭ মার্চ ২০২৩ খৃষ্টাব্দ
Leave a Reply