জামান ভূঁইয়া
রমজান মাসের কয়দিন বাকী
শান্তি আনবে মনে ,
আল্লাহ তা’আলার রহমত হবে
মুসলিম জনে জনে ।
আসছে রোজা কয়দিন পর
রমজান মাস ভরে ,
সাহরি খাব রাখব রোজা
আল্লাহ তা’আলার তরে ।
নামাজ আদায় করব মোরা
পাঁচ ওয়াক্ত সব ,
ওজু করব ভাল ভাবে
খুশি আমার রব ।
রোজার বদলা দিবেন আল্লাহ
তাঁর নিজ হাতে ,
এবাদত তাই করব আমরা
দিনে এবং রাতে ।
সাহরি খাব শেষ রাতে
ঘরের সবাই মিলে ,
বরকত তাতে দিবেন আল্লাহ
আশা রাখ দ্বীলে ।
সারা দিন রেখে রোজা
সন্ধ্যা হয় যখন ,
ইফতারের পর দোয়া করলে
কবুল হয় তখন ।
আল্লাহর ভয়ে চোখের পানি
পরে যদি রাতে ,
সব গুনা করবেন মাপ
আল্লাহ সাথে সাথে ।
আমরা যদি রমজান মাসে
ছেড়ে দেই রোজা ,
মনে রেখ বইতে হবে
কঠিন পাপের বোঝা ।
তারাবী পড়ব বিশ রাকআত
জামাত বদ্ধ হয়ে ,
নামজ শেষে করব দোয়া
শান্তি আনবে বয়ে ।
রমজান মাস বরকতময়
আল্লাহপাকের দান ,
নামাজ রোজা দরুদ পড়ব
গাইব আল্লাহর গান ।
রহমত নাজাত মাগফিরাত
রমজান মাস ভরে ,
মানলে হুকুম আল্লাহপাকের
মুক্তি পাবে পরে ।
চির স্হায়ী জান্নাত পাবে
থাকবে শান্তি সুখে ,
রমজান মাসের সকল আমল
ধারণ করলে বুকে ।
Leave a Reply