কিরে ভাই সাংবাদিক
কেমন হলো ব্যপারটা ,
স্বৈরাচার করলে বিদায়
চলছে কেমন দেশটা ?
টিভি সেন্টারে হামলা করে
এ কেমন সমন্বয়ক ,
তারা নাকি দেশ চালাবেন
ব্যবহার কত ভয়ানক !
বৈষম্যের কথা বলে যারা
করলো আন্দোলন ,
তাদের কথা মেনে নেয়
দেশের জনগণ ।
রাষ্ট্র সংস্কার করবে তারা
মিথ্যা আশ্বাস দেয় ,
কলম সৈনিকদের অধিকার
কেড়ে তারা নেয় ।
বদলি এখন করছে শুধু
সংস্কারের নামে ,
বিশ্বাস ঘাতকতা করছে এখন
শহীদের রক্তের দামে ।
রক্তক্ষরণ শুরু হয়েছে
দেশের হৃদপীন্ডে ,
এ ঘটনায় জানাচ্ছে সবাই
মন থেকে নিন্দে ।
মুখে তোমার তালা কেন
হাতে কেন শিকল ,
দেশটা কিন্তু হয়ে যাচ্ছে
একেবারে বিকল ।
কলম সৈনিক দূর্বল কেন
বুঝি নাতো আজ ,
ভয়ভীতি দূরে রেখে
করতে হবে কাজ ।
দেশ রক্ষায় ধরো কলম
শক্ত করে হাত ,
আঁধার কেটে আসবে আলো
পোহাবে তবে রাত ।
২৯ ডিসেম্বর ২০২৪ খৃষ্টাব্দ
Leave a Reply