সেকান্দর আলী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: আসন্ন রমজান উপলক্ষে তেলসহ অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ড এবং আমুয়াকান্দা বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়।
তেলসহ অন্যান্য পণ্যের মজুতদারি নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান করা হয়। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ৭ টি মামলায় মোট ১৪,০০০/- টাকা জরিমানা করা হয়। সবাইকে দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফুলপুর, ময়মনসিংহ।
অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।
Leave a Reply