সবাই মিলে যাচ্ছো কোথায়
আমায় নিবে ভাই,
দৈনিক ঘোষণার জন্মদিন
পঁচিশ ফেব্রুয়ারি।
যাব আমি যাব ভাই
যদি আমায় নেও,
প্রতিনিধি সম্মেলনে
মিলন মেলার সমাহার।
হইহুল্লা আর আনন্দে
কাটবে সারাদিন,
পরিবারের সবাই মোরা
থাকবে না কোন ঋণ।
দেখতে দেখতে ত্রিশ বছর
হারিয়ে গেল গত,
একত্রিশ বছরে পদার্পণ
দৈনিক ঘোষণার জীবন।
Leave a Reply