তুমি বসন্তেেরর বাসন্তিকা,এলে মোর ঘরে
তাই পলাশ শিমুল ফুটেছে ডালে ডালে,
তুমি মাধবী ফুলের মত,ফুটলে মোর মনে
কুমড়ো ডাটার মত ছায়া দিলে তলে।
তুমি গন্ধরাজ ফুলের মত,গন্ধ বিলিয়ে দিলে
আপন মনে গন্ধ বিলিয়ে ভালোবাসায় ভরে দিলে।
তুমি বন্দী পাখির মতো,হৃদয়ের খাঁচায় বন্দী
চোখের আড়াল হলে পরে,ভেঙে যায় সব সন্ধি।
তোমার এতটা বছরও,নেই কোন অভিযোগ
জড়িয়ে রেখেছো তুমি গোলাপের কাটার মত,
তুমি রাঙিয়ে দিলে,মোর আধারের পথ চলা
সুখের পথ ধরে বহুদূর,তোমারই হাত ধরা।
Leave a Reply