চাঁদা নামের ডাকাতি
হয় দিনে রাতে ,
লাঞ্চিত হতে হয়
চাঁদাবাজের হাতে ।
ঘাটে চাঁদা রাস্তায় চাঁদা
মোড়ে মোড়ে চাঁদা ,
চাঁদা দিতে না পারলে
মার খাবি দাদা ।
ব্যাবসা কেন্দ্রে চাঁদার জন্য
আসে মাস শেষে ,
চাঁদা নিয়ে চলে যায়
যেন রাজার বেশে ।
এমন কোন বাহন নাই
চলবে চাঁদা ছাড়া ,
চাঁদা দেওয়ার কারনে
বাড়ে যাত্রির ভাড়া ।
বাড়ি বানাতে লাগে চাঁদা
যদি বিদেশি হয় ,
পোলাপানের লাগবে খরচ
এসে তারা কয় ।
রাস্তা করতে দিবেন চাঁদা
ঠিকাদার মিয়া ,
নইলে তাহার মালামাল
সবই যাবে নিয়া ।
এমন একটা অবস্থা
বিরাজ করছে দেশে ,
নেতার দাপট আছে শুধু
হবে কিযে শেষে ?
পাতি নেতা বড় নেতা
সবাই মিলে মিশে ,
চাঁদার বেলা এক হয়
ভয় তবে কিসে ?
প্রশাসন চেয়ে থাকে
বলার কিছু নাই ,
দিতে হবে এটাই যে
বল কি ভাই ।
গাড়ী থেকে নেয় চাঁদা
দেশের পুলিশ ভাই ,
এমন একটা অবস্থা
বল কোথা যাই ।
সংবাদ কর্মী নাম দিয়ে
মাসোহারা পায় ,
লেখতে না পারলেও যে
সাংবাদিক হায় ।
চাঁদা নামের ডাকাতি
চলছে সারা দেশে ,
এ অবস্থা চলতে থাকলে
হবে কি শেষে ?
Leave a Reply