নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে
আমার বাড়ি হয় ,
গাঁওয়ের নাম গোবিন্দ পুর
তিন দিকে নদী বয় ।
গাঁও খানা দেখতে সুন্দর
মনোরম পরিবেশ ,
মাঠ ভরা থাকে ফসল
দেখতে আরো বেশ ।
আঁকা বাঁকা মেঠো পথ
গাছ গাছালি ধারে ,
নানানরকম ফুটে ফুল
মন সবার কাড়ে ।
নদীর তীরে কাশ বন
সাদা ফুলে ভরা ,
হিজল গাছ দাঁড়িয়ে আছে
দেখবি আয় তরা ।
বর্ষা কালে ঝিলের জলে
ফুটে শাপলা ফুল ,
গাঁয়ের মেয়ের খোঁপায় ফুল
কানে ফুলের দুল ।
রাখাল মাঠে চড়ায় গরু
লাঙ্গল চাষির কাঁধে ,
চাষির বধূ সকাল বিকাল
কত কিছু রাঁধে ।
মাছ আছে পুকুর ভরা
গাছে আছে মৌ ,
মধু খেতে ভালবাসে
চাষির ছেলের বৌ ।
গোয়াল ঘরে আছে গাভী
দুধের অভাব নাই ,
ছানার মিস্টি তৈরী করে
আমরা সবাই খাই ।
শীতের সময় কত রকম
বানায় বধূ পিঠা ,
মিলে মিশে সকল ঘরে
খাই আরো মিঠা ।
আমার গাঁয়ের সকল মানুষ
থাকি মিলে মিশে ,
এক সাথে চলি আমরা
ভয় তবে কিসে ?
১৬ মে ২০২৩ খৃষ্টাব্দ
Leave a Reply