সোহাগী আক্তার জুই, রিপোর্টার গাজীপুর: না ফেরার দেশে চলে গেলেন আমাদের প্রিয় সহকর্মী, এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা ইসলাম।
গত ১৪ ফেব্রুয়ারি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন মাসুমা ইসলাম ও তাঁর স্বামী। কয়েকদিন ধরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, মঙ্গলবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাজীপুরের সকল গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সাংবাদিক পরিবার শোকাহত। আমরা প্রার্থনা করছি— আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল সাংবাদিক পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মাসুমা ইসলাম, আপনি আমাদের মাঝে নেই, কিন্তু আপনার অবদান আমরা ভুলবো না।
Leave a Reply