মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে পা দিয়ে পিষিয়ে পাঁচ শতাধিক মুরগী মেরে ফেলার অভিযোগ ওঠেছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া দরগারপাড় গ্রামে মো. নিজাম উদ্দিনের মুরগীর খামারে এ ঘটনা ঘটে। এতে খামারি নিজাম উদ্দিনের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত খামারি নিজাম উদ্দিনের বক্তব্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর ঘাগড়া দরগারপাড় গ্রামে নিজাম উদ্দিনের একটি মুরগীর খামার রয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে তিনি (নিজাম) তাঁর মুরগীর খামার দেখাশোনা শেষে ঘাগড়া চৌধুরীপাড়া গ্রামের বাড়িতে চলে যান। এরপর সোমবার ভোরে খামারে এসে দেখেন, খামারের ভেতরে পাঁচ শতাধিক মুরগী মরে পড়ে রয়েছে।
খামারি নিজাম উদ্দিনের অভিযোগ, বেশ কিছু দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর ভগ্নিপতি জিয়াউল হকের সঙ্গে সালথা নয়াপাড়া গ্রামের মাইনুল হাসানের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি মীমাংসা করার জন্য রোববার সন্ধ্যায় তিনি (নিজাম) মাইনুল হাসানের বাড়িতে যান। এ সময় মাইনুলের সঙ্গে তাঁর (নিজাম) বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মাইনুল তাঁর লোকজন নিয়ে নিজামের খামারের পাঁচ শতাধিক মুরগী পা দিয়ে পিষিয়ে মেরে ফেলেন। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন সোমবার দুপুরে বলেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারি নিজাম উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে মাইনুল হাসান বলেন, এটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তাঁর (মাইনুল) বাড়ি থেকে নিজামের মুরগীর খামারের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। সেখানে গিয়ে পা দিয়ে পিষিয়ে মুরগী মেরে ফেলা অসম্ভব।
Leave a Reply