ডালে ডালে অম্র মুকুল
গন্ধে ভরে মন,
ভ্রমরের গুনগুনিতে
জুড়ায় মোর প্রাণ।
পাখিদের কোলাহলে
ভেঙে যায় ঘুম,
কোকিলের কুহুতানে
ফুটল কত ফুল।
রং মাখানো প্রজাপতি
নানান রঙে সাজে,
প্রেমের টানে ছুটে এসে
ফুল বাগানে বসে।
ঝরা পাতা গাছের তলে
শুকনো পাতার শব্দ,
দাঁড়িয়ে থাকা ডালপালা, নতুন পাতার অপেক্ষায়।
দখিনা মৃদু বাতাস
হেলে দুলে নাচে,
নারিকেল গাছের পাতা যেন
হাতছানি দিয়ে ডাকে।
Leave a Reply