ছড়া কবিতার ছন্দ
লাগছে এখন দন্ধ ,
লিখতে বসলে ভুলে যাই
ছন্দ তখন খুঁজে না পাই ।
হারিয়ে গেছে নদীর ছন্দ
এখন তাতে শুধুই গন্ধ ,
পাহাড়ের ঝর্ণা বয়ে
ছুটে আর নদী হয়ে ।
সাগরের নীল আকাশ
ঘুর্নি ঝড়ে ছুটে বাতাস ,
মেঘনা নদী ভয়ংকরী
ভাংছে শুধু ঘর বড়ি ।
বনবাদাড়ে শিয়ালের ডাক
হারিয়ে যাচ্ছে কলো কাঁক ,
শকুন গেল কোথায় উড়ে
কোকিল ডাকেনা মধুর সুরে ।
ডাহুক ঘুঘুর ডাক শুনিনা
ময়না তোতার গান বুঝিনা ,
আউল বাউল গায়না গান
তারা যে ছিল বাংলার প্রান ।
হারিয়ে যাচ্ছে পাখির ছন্দ
গায়না গান ভালো মন্দ ,
গানের সুরে বাংলা দেশ
থাকতো আগে মধুর বেশ ।
নৌকার মাঝি ভাটিয়ালি গানে
চলতো সবাই দূরপানে ,
নৌকার পালে বাতাস লেগে
রাত দিন জেগে জেগে ।
হারিয়ে যাচ্ছে সব আমার
হলো বুঝি সময় যাবার ,
কি দিলাম আর কি পেলাম
সবাই নিবেন আমার সালাম !
৩ জুলাই ২০২৩ খৃস্টাব্দ
Leave a Reply