নিজস্ব প্রতিবেদক: লেবার কোর্ট বার এ্যাসোসিয়েশন ২০২৫ ও ২০২৬ মেয়াদের বিজয়ী ও অংশগ্রহন কারীদের যৌথভাবে সংবর্ধনা দিয়েছেন রাজধানীর বিজয়নগড়ে অবস্থিত টেপা কমপ্লেক্স কর্তৃপক্ষ। টেপা কমপ্লেক্সের পরিচালক নওয়াজিস তাহনুন চন্দন এর সৌজন্যে এ সংবর্ধনা ও বাৎসরিক প্রীতিভোজের আয়োজন করা হয়। ১০ ফেব্রুয়ারি টেপা কমপ্লেক্স কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টেপ কমপ্লেক্সের সত্বাধীকারি মোঃ সাহিদুর রহমান টেপা, অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান জেলা জজ মোঃ গোলাম আজম, দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান জেলা জজ মোঃ আব্দুল হামিদ, তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান ও জেলা জজ রোকেয়া রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, লেবার কোর্ট বার এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার ও ইসলা-মজুমদার পরিষদের সহ-সভাপতি পদে অংশগ্রহণকারী এডভোকেট মোঃ গোলাম মোস্তফা শাহিন। অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারীদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন বিশিষ্ট রাজনৈতিক ও মিডিয়া ব্যাক্তিত্ব মোঃ সাহিদুর রহমান টেপা একজন সৃজনশীল মানুষ আজকের আয়োজনই তার প্রমাণ। সবাইকে সমান সম্মান দেওয়া একটি বিরল বিষয়। অনুষ্ঠানে সভাপতি মোঃ সাহিদুর রহমান টেপা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও টেপা কমপ্লেক্সের পক্ষ থেকে পরিচালক নওয়াজিস তাহনুন চন্দনের সৌজন্যে বাৎসরিক প্রীতিভোজের আয়োজন করা হয়। এ বছর সে বিদেশে অবস্থান করায় আমি ছোট্ট পরিসরে এ আয়োজন সম্পন্ন করেছি। তিনি সকলকে ভূলত্রুটি ক্ষমার চোখে দেখার আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ সাহিদুর রহমান টেপা সম্পাদিত দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
Leave a Reply