নাতি আমার হাসি মুখে
বললো এসে দাদা ,
তোমার গায়ের পাঞ্জাবিটা
কত সুন্দর সাদা ।
মাথায় তোমার সাদা টুপি
মুখে সাদা দাড়ি ,
তুমি এখন সেজে গেছ
দিতে নদী পাড়ি ।
সাদায় সাদায় লাগছে ভালো
আরো সুন্দর মুখ ,
তোমায় দাদা দেখলে আমার
লাগে অনেক সুখ ।
তুমি আমায় করো আদর
মনটা তোমার ভরে ,
এমনি আদর করবে আরো
সারা জীবন ধরে ।
নাতি আমার হাসি মুখে
জিজ্ঞেস করে আরো ,
মসজিদে যাও কত বার
কত নামাজ পড়ো ?
নামাজ পড়ার হিসাব নাই
যত পড়া যায় ,
পাঁচ ওয়াক্তের বেশি পড়লে
সওয়াব বেশি পায় ।
আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত
ফরয পড়তে হয় ,
ওয়াজিব সুন্নাত নফল পড়লে
নাই কোন ভয় ।
নাতি আমার মন দিয়ে
শুনছে সব কথা ,
রোজা ফরজ এক মাস
চিরকালের প্রথা ।
৪ এপ্রিল ২০২৩ খৃষ্টাব্দ
Leave a Reply