ডাকছে পাখি সকাল হলো
ঘুমিয়ে আছো এখনো,
সূর্য মামার মিষ্টি হাসি
দু চোখ মেলে দেখো।
চোখ মেলে দেখলাম যখন
সূর্য মামার হাসি,
হকার এসে দরজার কাছে
দৈনিক ঘোষণার খবর দেখি।
জাতীয় ও আন্তর্জাতিক
আরো গ্রাম বাংলার খবর,
খেলাধুলার খবর দেখে
দিনটা কাটলো ভালো।
বিনোদনের কত খবর
রাজনৈতিক খবর আছে,
সাহিত্য পাতায় আছে লেখা
কবিতার ছন্দে।
হাঁটি হাঁটি পা পা
সাফল্যের ত্রিশ বছর গেল,
একত্রিশে পা রেখেছে
দৈনিক ঘোষণার খবর।
চারিদিকে আনন্দ
দৈনিক ঘোষণার জন্মদিন,
এসো মোরা সবাই মিলে
কাটাবো আনন্দে দিন।
Leave a Reply