প্রাচীন কালে ছিল যেথা
রাজধানী ঈশা খাঁর ,
একবার আসলে আসতে হবে
যেথা আর একবার ।
আছে যেথা যাদুঘর আর
আছে মসজিদ মাজার ,
আছে সেথা দেখার মত
স্মৃতি লোকনাথ বাবার ।
শুয়ে আছেন এই সোনারগাঁয়ে
গিয়াসউদ্দিন আজম শাহ ,
শুয়ে আছেন মহজমপুরে
বাবা শাহআলম শাহ ।
শুয়ে আছেন বার পীর
আর কত বুজর্গ ,
এখানে ছিল আগের দিনে
ঈশা খাঁর দূর্গ ।
ময়ুর পংখী নায়ে ঘুরে
বেড়াতে অতিথি ,
আসতো যেথায় প্রতিদিন
রতী মহা রতি ।
সোনারগাঁওয়ের পানাম নগর
আজো সুন্দর লাগে ,
কত স্মৃতি পুরনো দিনের
আজো মনে জাগে ।
সোনারগাঁওয়ের রেশমী কাপড়
নিত কত দেশে ,
সেই যে আমার সোনারগাঁওয়ের
মনোরম পরিবেশে ।
কত পন্ডিত আসতো যেথা
শিক্ষা আহোরণে ,
আদি কালের সেই স্মৃতি
আছে সবার মনে ।
সোনারগাঁওয়ের বনবাদাড়ে
কত পাখির বাসা ,
উড়ে পাখি স্বাধীন ভাবে
তাদের যত আশা ।
সোনারগাঁওয়ের নদ নদী
ধীরে যায় বয়ে ,
নৌকা চলে ছোট বড়
কত কিছু লয়ে ।
সোনারগাঁওয়ের খাল বিলে
পদ্ম শাপলা ফুল ,
ফুটে থাকে বর্ষা কালে
চিনতে হয় না ভুল ।
কত রতী মহা রতির
জন্ম সোনারগাঁয় ,
ধন্য সবাই আমরা তাই
সুখে গান গায় ।
আছি সুখে মহা সুখে
সোনারগাঁ বাসী ,
তাইতো আজ আমরা সবাই
সোনারগাঁ ভালবাসি ।
১৭ আগস্ট ২০২১ খৃষ্টাব্দ মঙ্গলবার
Leave a Reply