মায়ের মুখে মাতৃভাষা
আ মরি বাংলা ভাষা,
সালাম রফিক জীবন দিয়ে
বাংলা ভাষা আনলো কেড়ে।
বাংলা ভাষায় কথা বলি
বাংলা ভাষায় গান,
বাংলা মোদের জীবন মরণ
বাংলা মোদের প্রাণ।
বাংলা মোদের ভাষা শহীদের
আত্মহতির দান,
বাংলা মোদের জাতিসংঘ
দিয়েছে মান।
বাংলা মোদের পতাকায়
লাল সবুজ আঁকা,
বাংলা মোদের মানচিত্রে
মুক্তিযোদ্ধার চেতনা।
বাংলা মোদের গ্রাম বাংলা
ধান সবুজের মাঠ,
বাংলা মোদের ভাটিয়ালি
মাঝি মাল্লার গান।
বাংলা মোদের শহর বন্দর
অর্থনীতির চাকা,
ধর্ম বর্ণ সবাই মিলে
বাংলাটাকে বাঁচাও।
Leave a Reply