মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: সরস্বতীপূজাকে সামনে রেখে তৈরি করা হয়েছে শতাধিক প্রতিমা। দুই বোন যূথীমণি পাল ও দিশা রানী পাল এসব প্রতিমার কোনোটিতে রং দিচ্ছেন, কোনোটিতে কাপড় পরাচ্ছেন। আবার কোনোটিতে অলংকার পরাচ্ছেন। প্রতিটি প্রতিমাকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য দুই বোন গভীর মনোযোগের সঙ্গে কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার বিকেলে শেরপুর শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়। যূথী ও দিশা শেরপুর জেলার স্বনামধন্য প্রতিমাশিল্পী সদ্য প্রয়াত দিলীপ কুমার পালের মেয়ে। সদরের ভাতশালা ইউনিয়নের বয়ড়া পালপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ পাল দেড় মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার অনেকটা অসহায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তাঁর মেয়েরা পড়ালেখার পাশাপাশি বাবার গড়া প্রতিষ্ঠান ‘দ্য নিউ সোনালী শিল্পালয়’–এর কাজে যোগ দিয়েছেন।
Leave a Reply