সেকান্দর আলী ,ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে আসা ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়েছেন চালক। চালক পালিয়ে যাওয়াতে বিক্ষুব্ধ যাত্রীরা অবরুদ্ধ করে রেখেছেন স্টেশন সুপারএনটেনডেন্টকে। ২৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন। রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধের মধ্যে সকাল ৮টায় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে হাওর এক্সপ্রেস। ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছালে পালিয়ে যান চালক। ভোগান্তিতে থাকা বিক্ষুব্ধ যাত্রীরা নিরুপায় হয়ে স্টেশন সুপারএনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেন। সুপারএনটেনডেন্ট নাজমুল হক খান গণমাধ্যমকে বলেন, যাত্রীরা আমাকে অবরুদ্ধ করে রেখেছে, আমি কোনো উপায় খোঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দেখছি কী করা যায়। চালকের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। উল্লেখ্য যে, মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক দেওয়া, নিয়োগপত্রের দুই শর্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রেলপথ মন্ত্রণালয় সকালে জানিয়েছে, ট্রেনের যাত্রা বাতিল হলে যাত্রীদের টিকেট ফেরত দেওয়া হবে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ যাত্রীদেরকে বুঝানোর চেষ্টা করছি। ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী রয়েছে। তাদের বিকল্প পথে ঢাকায় পাঠানোর আলোচনা চলছে।
Leave a Reply