মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ’’- প্রতিপাদ্য নিয়ে শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী সোমবার দুপুরে শেরপুর কালেক্টরেট ব্যাডমিন্টন চত্বরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা-সহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড় ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে পাঁচ উপজেলার ৫টি দল একক ও দ্বৈত ক্যাটাগরিতে খেলায় অংশগ্রহন করে। খেলা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply