নিজস্ব প্রতিবেদকঃ ২১ জানুয়ারি ২০২৫খ্রিঃ বেলা ১০.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজনে বরিশাল জেলায় ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ০৯(নয়)জন প্রশিক্ষণার্থীদের সহিত জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন মহোদয়। সভায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের জ্ঞাতার্থে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম নিয়ে তৈরি করা একটি প্রেজেন্টেশন দেখানো হয়। পরবর্তীতে জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের জন্য মুক্ত আলোচনা/জিজ্ঞাসার ব্যবস্থা করা হয়। সম্মানিত পুলিশ সুপার মহোদয় বরিশাল জেলায় নবাগত ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সকল প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং একই সাথে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্ম জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল; জনাব মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( বাকেরগঞ্জ সার্কেল), বরিশাল; জনাব শারমিন সুলতানা রাখী, অতিরিক্ত পুলিশ সুপার(গৌরনদী সার্কেল), বরিশাল সহ ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বরিশাল জেলায় আগত বিভিন্ন ক্যাডারের সদস্যবৃন্দ।
Leave a Reply