নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নেতৃবৃন্দ। ২০ জানুয়ারি বেলা আড়াইটার দিকে পানি ভবনে ডিরেক্টর জেনারেল (ডিজি) এর কার্যালয়ে উক্ত সমিতির সভাপতি ভাওয়াল ইন্জিঃ এন্ড কনস্ট্রাকশন লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক ফকর উদ্দিন আহম্মেদ বাচ্চু ও সাধারন সম্পাদক মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোঃ মাহবুবুল হক রিপন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন ডিজি এ,কে,এম,তাহমিদুল ইসলাম কে ফুলেল জানান। এসময় সমিতির নেতৃবৃন্দ বলেন, নতুন বাংলাদেশে নতুন ভাবে পানি উন্নয়ন বোর্ড দেশের উন্নয়নে কার্যকরী ভূমিকা পালন করবে আর এ অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবেন এ,কে,এম,তাহমিদুল ইসলাম,এ সময় তারা পানি উন্নয়ন বোর্ডের বিগত সময়ের কাজের বৈষম্য তুলে ধরে বলেন, আগামী দিন গুলোতে বোর্ডের কাজে কোনো বৈষম্য থাকবে না,এ লক্ষ্যে সমিতির ৯দফা পেশ করেন। এসময় নতুন ডিজি নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পানি উন্নয়ন বোর্ড কাজকে গতিশীল করার জন্য সকলের সহায়তায় কামনা করেন।
Leave a Reply