” ওরে মুসলিম “
জামান ভূঁইয়া
নামাজ পড় ওরে মুসলিম
আল্লাহকে যদি চাও ,
দরুদ পড় বেশি করে
নবীর শাফায়াত নাও ।
মুসলিম আর কাফেরের মাঝে
নামাজ হল ব্যবধান ,
নামাজ যদি না-ই পড়
থাকবে যে পেরেশান ।
রোজা রাখ ত্রিশ দিন
রমজান মাস এলে ,
এবাদত কর খাঁটি দ্বীলে
পাপের কাজ ফেলে ।
লা-ইলাহা ইল্লাল্লাহ যপ
যপ নবীর নাম ,
কোরআন আর সুন্নাহ মেনে
কর সকল কাম ।
ইস্তেগফার পর মাপ চাও
আল্লাহ হবেন খুশী ,
আল্লাহ খুশী হলে আর
থাকবেন যে দোষী ।
কেয়ামতের মাঠে নামাজের হিসাব
আল্লাহ প্রথম নিবেন ,
নামাজের হিসাব দিতে পারলে
জান্নাত তখন দিবেন ।
হজ্জ কর যাকাত দাও
টাকা তোমার থাকলে ,
বেশি বেশি করবে দান
আল্লাহ রাসুল (সঃ)মানলে ।
সূদ ঘুষ মিথ্যা ছেড়ে
চল সৎ পথে ,
হারাম খাওয়া বাদ দিয়ে
চল আল্লাহর মতে ।
ওরে মুসলিম সবাই মিলে
মসজিদ মুখি হও ,
শান্তি পাবে দুজাহানে
আল্লাহর পথে রও ।
খুন খারাপী থাকবেনাতো
আল্লাহর পথে থাকলে ,
নবীর দেখানো পথটি আজ
ধরে তুমি রাখলে ।
ধর্ষণ তোমায় ছাড়তে হবে
ওরে মুসলিমগন ,
আল্লাহর ভয় দ্বীলে থাকলে
পাবে বড় ধন ।
আল্লাহর ধর্ম ইসলাম
অন্য কিছু নয় ,
ইসলামের পথে চললে তুমি
থাকবেনাতো ভয় ।
Leave a Reply