জামান ভূঁইয়া
খোকন সোনা জলদি ওঠ
ভোর যে হয়েছে ,
পূব আকাশে সূর্য্যি মামা
হেসে উঠেছে ।
নামাজ সেরে মুসুল্লি গন
বাহির হয়েছে ,
রাখাল দেখ গরু নিয়ে
মাঠে চলেছে ।
দোয়েল শোন ডাকছে শুধু
ঘুম ভাঙ্গারই তরে ,
বলছে সে যে খোকন সোনা
উঠতে হবে ভোরে ।
সকাল সকাল ঘুম থেকে
উঠলে তুমি পরে ,
শরীর থাকবে সুস্থ তোমার
শান্তি হবে ঘরে ।
পাঠের বই পড়বে তুমি
উঠে সবার আগে ,
আদর সোহাগ করবো তোমায়
তাইতো আমরা সবে ।
Leave a Reply