মোঃ আতিকুর রহমান মিরন
খোকা তুমি যাচ্ছ কোথায়?
এসো খুব তাড়াতাড়ি,
আসবো রে আসবো মা ফিরে
তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণে যাচ্ছি।
রাস্তায় রাস্তায় অনেক আন্দোলন
গুলি বোমার শব্দ শুনছি,
কি যেন কি হচ্ছে গন্ডগোল
সবাই মুক্তি চায় স্বৈরাচারের পতন।
কত মানুষ রাস্তায় নেমেছে
জীবনের মায়া ছেড়ে,
আমি না হয় পানি পান করাতে
হাত দুটো দিলাম বাড়িয়ে।
পানি পানি পানি লাগবে পানি
তৃষ্ণা নিবারণে এখান থেকে ওখানে
পুলিশের গুলি,কি করে আর ভুল করে
এক গুলিতেই খতম,লুটিয়ে রাজপথে।
মায়ের মন ছুয়ে গেছে
কি যেন হয়েছে আমার খোকার,
একটু পরেই খবর এল
মুগ্ধর বুকে গুলি লেগেছে।
আর বলবে না পানি লাগবে পানি
শুধু অপরাধ ছিল
তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণ,
মুগ্ধ ঘুমাচ্ছে,কেউ ওকে ডাকবে না।
তোমরা সবাই দাঁড়িয়ে কি দেখছো
আমার মুগ্ধকে দেখছো,
মুগ্ধ অনেক ক্লান্ত ও ঘুমাচ্ছে
তোমাদের চোখে জল কেন,কাঁদছো।
Leave a Reply