জামান ভূঁইয়া
জন্ম ভূমি মা’য়ের মুখ
দেখি নয়ন ভরে ,
মনটা আমার পরে থাকে
জন্ম ভূমির তরে ।
সকাল সন্ধ্যা মা যে আমার
রাখে কোলে তুলে ,
থাকি আমি মা’য়ের কোলে
সকল দুঃখ ভুলে ।
মা’যে আমার বিশ্ব জুড়ে
সকল দেশের সেরা ,
সুন্দর এবং মায়া দিয়ে
মা’ আমার ঘেরা ।
পূব আকাশে সূর্য্যি মামা
আমার মা’য়ের পানে ,
রক্ত রঙ্গিন আলোর মাঝে
খুশির ভেলা আনে ।
আমার মা’য়ের নদীর জল
ঢেউয়ের তালে দুলে ,
মাল্লা মাঝি যায় যে দূরে
নৌকার পাল তুলে ।
আমার মা’য়ের রুপ আছে
ছবির মতো আঁকা ,
নদ নদীতে ভরা যে মা
আছে আঁকা বাঁকা ।
ছয়টি ঋতু বুকে নিয়ে
বছর মা’য়ের কাটে ,
নানান ফসল ভরা থাকে
আমার মা’য়ের মাঠে ।
Leave a Reply