জামান ভূঁইয়া
মা’ আজ কাঁদেন শুধু
ছেলে নির্দয় বলে ,
কেঁদে কেঁদে বুক ভাসে
তাই চোখের জলে ।
জন্ম দিলেন হাসি মুখে
কাঁদে শিশু তখন ,
মা’ কাঁদেন শিশুর কস্টে
ব্যাথা লাগে যখন ।
আদর যত্ন দিয়ে কত
ছেলে বড় করে ,
বড় হয়ে যায় চলে
বউ আনলে ঘরে ।
কাঁদেন মা’ তারপরে
ছেলে কস্ট দিলে ,
হাসি খুশি থাকে তখন
ছেলে বউ মিলে ।
মা’ কাঁদেন ছেলের কস্টে
বউ যখন দুস্ট ,
সবাই বলে কেঁদোনা মা’
আল্লাহর বিচার সুষ্ঠ ।
মা’যের কস্টে পায় ব্যাথা
স্বজন আছে যত ,
ছেলে তখন মনের দুঃখে
কাঁদে অবিরত ।
মা’ কাঁদেন তারপরও
ছেলের কস্ট দেখে ,
একদিন মা’ যান চলে
মনে দুঃখ রেখে ।
Leave a Reply