কাজিরহাট প্রতিনিধি: কাজিরহাট থানা সূত্রে জানা যায় গত , ৪/১/২৫ইংরেজি শনিবার বিকাল আনুমানিক পাঁচটা ৫মিনিটে বিদ্যানন্দ পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ওয়ারেন্ট তামিল এবং মাদক উদ্ধার অভিযানে, কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নির্দেশক্রমে এস আই মামুন তাহার সঙ্গী ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজ বাজার এলাকায় কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর ৮ নং ওয়ার্ডের মন্টু সদ্দার এর ছেলে রুবেল সরদার ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য ব্রিজ বাজারে আসেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুন দ্রুত ঘটনা স্থলে চলে আসেন। এবং রুবেল কে আটক করেন ও তাহার প্যান্টের পকেট থেকে তল্লাশি করে,১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এবং পরবর্তীতে তাহাকে কাজিরহাট থানায় নিয়ে আসেন। অতঃপর এস আই মামুন বাদি হয়ে রুবেল সরদারের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৩, তারিখ ৪ঠা জানুয়ারি ২০২৫, রুবেল সরদারের এলাকা বাহাদুরপুর থেকে জানা যায় রুবেল সর্দার দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে, তিনি জানান আমি কাজিরহাট থানায় যতদিন আছি অত্র এলাকায় কোন মাদক ব্যবসাই থাকতে পারিবে না। আমি কাজিরহাট থানা কে একটি মাদক মুক্ত এলাকা গড়তে চাই। এবং এই মাদকের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply