কুষ্টিয়া প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইউনিয়ন পরিষদ চত্বরে কেক কেটে উৎযাপন করেছে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা। ৪ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে কুমারখালি উপজেলার যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল এর নেতৃত্বে ছাত্রলীগ নেতা বিল্লাল, কলেজ ছাত্রলীগ নেতা বাপ্পি সহ ছাত্রলীগ নেতাকর্মীরা কেক কেটে ছাত্রলীগের জন্মদিন উদযাপন করে । এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হঠাৎ করেই কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন পরিষদে একদল লোক একটি ঝটিকা মিছিল নিয়ে যায়, পরে সেখানে কেক কেটে বিভিন্ন স্লোগান দিতে থাকলে এসময় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এসময় বিক্ষুদ্ধ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদী মিছিল করে। মিছিল শেষে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুদ্ধ যুবদল-ছাত্রদল নেতারা। এবিষয়ে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ আমার অফিস ছুটি ছিল। আমার গ্রাম পুলিশের মাধ্যমে জানতে পেরেছি কে বা কাহারা পরিষদ চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। আমি মনে করি এমন ঘটনা আমাকে বির্তকিত করার যড়যন্ত্র। এমন কাজ যাঁরাই করুক তাদের বিরুদ্ধে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা রাখি।
Leave a Reply