বিশেষ প্রতিনিধি, এস এম শাহ আলম: বরিশাল জেলার কাজির হাট থানা আন্দার মানিক ইউনিয়নে, গত ৩/১/২৫ইংরেজি শুক্রবার রাত্র আনুমানিক এগারোটা পাঁচ মিনিটে , ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনায়, কাজিরহাট থানার এস আই মেহেদী, তার সঙ্গীয় ফোর্স নিয়ে আজিমপুর এলাকায় যান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। হিজলা থানার কাউরিয়ার পূর্ব কোড়ালিয়া গ্রামের ৬ নং ওয়ার্ডের মৃত্যুর রাজ্জাক মল্লিকের ছেলে রিপন মল্লিকের কাছে ১৫ পিস ইয়াবা আছে বলে জানা যায়, রিপন মল্লিক ইয়াবা বিক্রির জন্য আজিমপুর গ্রামে এসেছে, দ্রুত এসআই মেহেদী হাসান রিপন মল্লিককে গ্রেফতার করেন, অতঃপর রিপন মল্লিককে তল্লাশি করে তাহার পকেটে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, হিজলা থানার কাউরিয়া এলাকায় বিভিন্ন মানুষের কাছে জানা যায় রিপন মল্লিক দীর্ঘদিন ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারেকাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান মাদক অভিযান অব্যাহতথাকবে। কাজিরহাট থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে মাদকদ্রব্য আইনে রিপন মল্লিককে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ৩
Leave a Reply