জামান ভূঁইয়া
আমার দেশের বিলের জলে
শাপলা কলি হাসে ,
হাঁসগুলো ঐ তড়বড়িয়ে
নদীর জলে ভাসে ।
নদীর ধারে কাঁশবনে
সাদা ফুলের হাসি ,
বাতাসর ঐ ঢেউয়ের তালে
দুলছে রাশি রাশি ।
আমার দেশের মাঝি সকল
নৌকাতে পাল তুলে ,
ভাটিয়ালি গায় যে তারা
সকল দুঃখ ভুলে ।
আমার দেশের গাঁয়ের বঁধু
রগ্ঙিন কাপড় পরে ,
মনের সুখে যায় যে ঘাটে
কলসি কাঁখে করে ।
কমার কুমার জেলে চাষি
আমার দেশের গর্ব ,
মিলেমিশে কাজ করে
দেশটা সবে গড়ব ।
Leave a Reply