সালাম হোসেন, ঝিনাইদহ: আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি।দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহারও। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও।এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঝিনাইদহের বেতাই গ্রামে প্রতি বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হয়েছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।গত ১০ বছর ধরে গ্রামের মাঠে প্রতি বছর ন্যায় মাঠটি সাজে উৎসবের রঙে। পরিণত হয় বিভিন্ন সাধারণ মানুষের মিলনমেলায়।ধান কাটা হয়ে গেছে কয়েকদিন আগেই। পড়ে আছে বিশাল ফাঁকা মাঠ। আর সেই মাঠে আয়োজন করা হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।রোমাঞ্চকর এ প্রতিযোগিতাকে ঘিরে আয়োজন করা হয় আনন্দ মেলারও।দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ঝিনাইদহ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট ২০টি গরুর গাড়ি।গৃহপালিত এই প্রাণীগুলোকে নিয়ে চমৎকার এ প্রতিযোগিতা দেখে খুশি দর্শকরাও।
গ্রামের সহজ সরল মানুষগুলোকে আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং সমাজকে অন্যায়, অপরাধ থেকে দূরে রাখতে এরকম প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা উচিত বলে মনে করেন রাজনীতিবিদরা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটি ও গান্না ইউনিয়ন বিএনপির সভাপতি ইজ্জত আলী মাস্টার।খেলাটি পরিচালনা করেন থানা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আজম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলমসহ আরও অনেকে।তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে ১ম বিজয়ী হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোরবান আলী। তাকে ৩০ হাজার টাকা দামের একটি গরু দেওয়া হয়েছে।দ্বিতীয় হয়েছেন নড়াইল জেলার নরু মিয়া। তাকে দেওয়া হয়েছে ১৪ হাজার টাকা দামের একটি ছাগল।তৃতীয় হয়েছেন দুজন। এর মধ্যে যশোর বাঘারাপাড়ার ওয়ালিদ হোসেনকে দেওয়া হয়েছে ৭ হাজার টাকা মূল্যের একটি বাইসাইকেল ও চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সহিদুল ইসলামকে সাড়ে ৬ হাজার টাকা মূল্যের একটি ছাগল উপহার দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
Leave a Reply