মো. সাহিদুল ইসলাম : আত্মপ্রকাশ করল বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (বিডিএপি) নামক একটি নতুন রাজনৈতিক দল। ‘বাধা ভেঙ্গে ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানে যাত্রা শুরু করেছে দলটি। মোসলেম আলীকে চেয়ারম্যান করে ’৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩১ ডিসেম্বর 2024, মঙ্গলবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এ দল গঠনের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত দলের চেয়ারম্যান মোসলেম আলী বলেন, গত ৩৬ জুলাই ক্ষমতাচ্যুত সর্বগ্রাসী কতৃর্ত্ববাদী সরকার রাষ্ট্রের মৌলিক কাঠামো ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো মেরামতের কোনো বিকল্প নেই। আমাদের দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে আমরা একটি গণতান্ত্রিক দল ঘোষণা করছি। আমাদের দলের নাম ‘বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (বিডিএপি)’। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বাংলাদেশ ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (বিডিএপি)। আনুষ্ঠানিভাবে সাংগঠনিক যাত্রা শুরু করল দলটি। গত ৩৬ জুলাই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই বেকার মুক্ত, ক্ষুধামুক্ত, দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক আধুনিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমাদের দেশের অর্থনীতি যেখানে থাকার কথা সেখানে নেই। আমাদের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের মুখে, শেয়ারবাজার আজ বিপর্যস্ত। লাগামহীন দুর্নীতি ও ঋণখেলাপীরা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। রাজনীতিতে আজ সংঘাত প্রতিহিংসা ছড়িয়ে পড়েছে। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল করার জন্য নির্বাচন ব্যবস্থাকেও নির্বাসনে পাঠানো হয়েছিল। আমাদের মনে রাখতে হবে, আমাদের নিজস্ব দলের আদর্শ থাকতে পারে, মতপার্থক্য থাকলেও আমরা পরস্পরের শত্রু নই। আমরা সবাই বাংলাদেশী। জাতীয় স্বার্থের জন্য আমাদের কিছু কিছু বিষয়ে একমত হতে হবে। গত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন ভুল পলিসি ছিল। এটা গণতন্ত্র ছিল না। প্রতিহিংসা পরিহার করে বাংলাদেশকে বিশ^ দরবারে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। মহান মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, আইনের শাসন, গণতন্ত্র, টেকসই উন্নয়ন, বাক—স্বাধীনতা। ৫৪ বছর পরও আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারিনি। মহান মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম নিয়েই মূলত সৃষ্টি এ দলের। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসকে আমাদের দল ঘৃণা করে। আমরা নতুন প্রজন্মের রাজনীতি সচেতন মানুষের দ্বারা দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পক্ষে কথা বলার একটি উপযুক্ত মঞ্চ হিসেবে দলটি কাজ করে যাবে। তরুণ সমাজই সেই শক্তি যারা দেশ, জাতি ও বিশে^র জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। যেকোনো উন্নতি ও আধুনিকতার প্রায় শতভাগই তরুণরা গড়েছে। তাই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। আমাদের দল ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঋণ সহায়তা ও কর্মকালীন প্রণোদনা দেওয়া হবে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কম্পিউটার, ইন্টারনেট প্রশিক্ষণসহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে। যেন তারা একটি ভালো চাকরি করতে পারে। শিক্ষিত বেকারদের ২০ লক্ষ টাকা কিছু শর্তে ঋণ দেওয়া হবে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমার নিজ জন্মস্থান দিনাজপুর জেলার বিরল উপজেলার এলাকার মানুষ ৯৫% কৃষি নির্ভর। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বিশে^র সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি ঋণের মাধ্যমে ব্যবস্থা করা হবে। কৃষক ভাইদের সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশের প্রতিটি উপজেলায় ‘কৃষক হসপিটাল’ স্থাপন করা হবে। কৃষি ঋণকে কৃষক বান্ধব ও সহজীকরণ করা হবে। নগরগুলোতে সুপেয় পানির অধিকারসহ প্রতিটি গ্রামে সেনিটেশন নিশ্চিত করা হবে এবং রাষ্ট্র ও রাজনীতির সংস্কার করা হবে। বিডিএপি তার মূলনীতি ও মূল্যবোধ হিসেবে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে। দলীয় ও সরকারি কার্যক্রমের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তারুণ্য নির্ভর এ দলটি দেশে সুশাসন, বেকারমুক্ত রাষ্ট্র ও উন্নয়নের উপযুক্ত কান্ডারি হিসেবে নতুন প্রজন্ম তথা তরুণ সমাজকে গড়তে চায়। দলটি দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে চায়। ইতিমধ্যে তৈরি হয়েগেছে দলের গঠনতন্ত্র। আগামী ডিসেম্বরের মধ্যে দলটি নির্বাচন কমিশনে তালিকাভুক্ত হতে পারে। নতুন প্রজন্মের নতুন দেশ, তরুণেরা রক্ত দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশ। আমরা এক্যবদ্ধ হয়ে গড়ব দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ। আল্লাহ হাফেজ।
বিরল, দিনাজপুর