আজিজুন নাহার : স্বৈরাচারী খুনি শেখ হাসিনার শাসনামলে চালু করা, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী তথাকথিত জাতীয় শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবিতে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার জন্য দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর ২০২৩ইং পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের, আনোয়ারা বেগম মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এ গণস্বাক্ষর সংগ্রহ করার সময়, “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রাহাত, অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব এবং “সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ” এর সদস্য সচিব মোহাম্মাদ সেলিম, যুগ্ম আহবায়ক তাসনিম ফাতেমা লতা সহ বেশ কয়েক জনের উপর হামলা করেছিল, আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ৩১নং ওয়ার্ডের সাবেক দুর্নীতিবাজ কাউন্সিলর শেখ মোঃ আলমগীর সহ আওয়ামী লীগের দালালেরা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উক্ত সময়ের অধ্যক্ষ সহ কতিপয় বিপথগামী শিক্ষক ও কর্মচারীবৃন্দ । শিক্ষা প্রতিষ্ঠানের বর্বর নির্লজ্জ প্রশাসন মহিলা অভিভাবকসহ সংগঠকদের উপর শারীরিক নির্যাতন করে এবং দীর্ঘ সময় পর্যন্ত তাদেরকে আটক করে রাখে । তাদেরকে বন্ধী করে রেখে, তাদেরকে পুলিশের কাছে হস্তান্তরের চেষ্টাও করেছিল । কিন্তু জনরোষের ফলে তখন তাদেরকে বন্ধী অবস্থা থেকে মুক্ত করে আনা সম্ভব হয় । সেই দিবসের স্মরণে শিক্ষা কারিকুলাম বাতিল আন্দোলনের সংগঠন “সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ” এর উদ্যোগে ৩১ ডিসেম্বর ২০২৪ইং বেলা ১১টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সেই ন্যাক্কারজনক ঘটনার স্মরণে এবং উক্ত অপরাধের বিচারের দাবিতে “মানববন্ধন কর্মসূচি” এবং “ঘৃণা দিবস পালন” করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, সেই সময়ের ভুক্তভোগী ছাত্র এবং ভুক্তভোগী অভিভাবকবৃন্ধ । এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট” এর সদস্য পঙ্কজ নাথ সুর্য ও সানজিদা আক্তার, “বাংলাদেশের সচেতন সমাজ” এর কেন্দ্রীয় সদস্য এল,কে চৌধুরী ৷ আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজের কেন্দ্রীয় সদস্য মোঃ আলী আব্বাস ও মোঃ নাকি । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া রাজিব । উক্ত অনুষ্ঠানে “সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট” এর নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একান্ততা প্রকাশ করেন । অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক মোঃ আবু মুসলিম বিন হাই ।
Leave a Reply