জামান ভূঁইয়া
কোকিল ডাকে ফাগুন মাসে
কৃষ্ণ চূড়ার ঢালে ,
পদ্মা নদীর বুকে দেখ
ইলিশ মাছ জালে ।
ঝিলের জলে পদ্ম ফুটে
শাপলা ফুল ভাসে ,
জোৎস্না রাতে খোকা খুকু
মনের সুখে হাসে ।
বর্ষা কালে নদী গুলো
জলে ভরপুর ,
মাঝি মাল্লা নৌকা বেয়ে
যায় বহু দূর ।
তিতুমীরের বাঁশের কেল্লা
ছিল এই দেশে ,
যুদ্ধ করে ঈশা খাঁ
ফিরে বীরের বেশে ।
নয় মাস যুদ্ধ করে
স্বাধীন করে দেশ ,
পরাধীনতার দুঃখ যত
হলো তাই শেষ ।
এই দেশেতে পাখপাখালি
উড়ে স্বাধীন ভাবে ,
মিলে মিশে সবাই থাকি
জীবন চলে যাবে ।
আঁকা বাঁকা মেঠো পথে
হাটে গায়ের মেয়ে ,
তাইনা দেখে সেই গায়ের
ছেলে থাকে চেয়ে ।
মুচকি হাসি দিয়ে মেয়ে
মন কাড়ে তার ,
তাইনা দেখে রাখাল ছেলের
হাসি থামেনা আর ।
টুপ টাপ বৃষ্টি পরে
টিনের চালে যখন ,
মিষ্টি মধুর সুরে সবার
মন ভরে তখন ।
পূব আকাশে সূর্য যখন
হাসি দিয়ে উঠে ,
শত রকম ফুল গুলো
উঠে তখন ফুটে ।
পাহাড়ের ঝর্ণা ধারা
সাগরের তীর ,
সন্ধ্যা বেলা পাখি সকল
খোঁজে তার নীড় ।
সকাল বিকাল গাঁয়ের বধূ
কলসি কাখে করে ,
নদীর ঘাটে যায় তারা
জল আনতে ভরে ।
পৌষ মাসে শীতের সকাল
গাঁয়ে কত পিঠা ,
সবাই মিলে এক সাথে
খায় যত মিঠা ।
গাছ থেকে খেজুর রস
কত মজা করে ,
খায় সবাই মিলে মিশে
পেট তখন ভরে ।
পুকুর জলে কত মাছ
বড়শী দিয়ে ধরে ,
গোয়াল ভরা কালো গাভী
মন তাই ভরে ।
Leave a Reply