নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বাংলামোটরে “দৈনিক জনবাণী” পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ পত্রিকাটির চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উক্ত পরিষদের সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। দৈনিক জনবাণী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক এইচএম এরশাদ, প্রচার সম্পাদক রিমন মুহূরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ প্রমূখ। এসময় বক্তারা একজন সম্পাদক ও সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা হল দেশের চতুর্থ স্তম্ভ। তাদের উপর প্রকাশ্যে দিবালোকে হামলা খুবই ন্যাক্কারজনক। সাংবাদিকদের কোনো সংবাদ নিয়ে যদি আপত্তি থাকে তা দেশের প্রচলিত আইনে সমাধান করতে হবে। কিন্তু এভাবে প্রকাশ্যে হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। এসময় তারা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।
Leave a Reply