মুন্নি আক্তার: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে। যারা চায় না এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তাদেরকে জবাব দেয়া হবে। ১৮ ডিসেম্বর বিকেলে গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে বিএনপি’র ৩১ দফা বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তারেক রহমান আরও বলেন, আমরা তাদের কায়দায় জবাব দেবনা। আমরা আমাদের কায়দায় জবাব দিব। কি সেই কায়দা ? শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের জন্য যা করতে চেয়েছিলেন সেই কাজগুলো করা। যা আমরা ৩১ দফায় বলেছি। সেই কাজগুলো সফল করার মাধ্যমেই আমরা ষড়যন্ত্রকারী এবং স্বৈরাচারকে জবাব দিতে পারবো। তার জন্যে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। এর আগে তিনি ৩১ দফার আলোকে কর্মশালায় অংশগ্রহনকারী নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি’র সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এম.পি হালিমা নেওয়াজ আরলি, বিএনপি’র সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এম.পি শাম্মি আক্তার, বিএনপি’র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান তালুকদার খোকন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সমাপাদক এম মঞ্জুরুল করিম রনি । এছাড়াও গাজীপুর মহানগর বিএনপি’র নেতৃবৃন্দরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি’র নেতাকর্মীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালায় তৃনমুল পর্যায়ে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ পরে দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এরপর দিনের মুল কর্মসুচি রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরেন ।
Leave a Reply