জামান ভূঁইয়া
ঐ যে যায় হেলে দুলে
কেমন মাথার চুল ,
লাল নীল চুলের রগ্ঙ
কানে আছে দুল ।
শার্টের কলার উচু করে
বুতাম নাই বুকে ,
পেন্ট খানা ছিঁড়া তালি
চলছে মনের সুখে ।
মুখে আবার আছে দেখ
লম্বা একটা সিগারেট ,
ফুক দিয়ে ধূয়া ছাড়ে
খালি কিন্তু পকেট ।
বাপের টাকা খাচ্ছে পুড়ে
চিন্তা নাই তার ,
মেয়ে একটা দেখলে পরে
হুশ থাকেনা আর ।
রাস্তার পাশে দাড়িয়ে থেকে
করে জ্বালাতন ,
কত মেয়ের লেখা পড়া
বন্ধ হয় তখন ।
সামনে গিয়ে অঙ্গ ভঙ্গি
নানান রকম করে ,
মনে হয় দেশের রাজা
নায়কের রুপ ধরে ।
বখাটে তার নাম দিয়ে
সকল লোকে ডাকে ,
সেই দিকে খেয়াল নাই
চুল বড় রাখে ।
তাদের জ্বালায় রাস্তা ঘাটে
চলতে হয় কস্ট ,
বখাটেদের কারনে আজ
দেশ হচ্ছে নস্ট ।
মা – বাবা করে চিন্তা
ঘুম নাই রাতে ,
আমার ছেলের হলো কি
বলবো কার সাথে ।
এমনি করে দিনে রাতে
ভেবে হয় সারা ,
বখাটের মা – বাবা
যায় এক দিন মারা ।
Leave a Reply